দুই লিটারের প্লাস্টিক বোতলের পানি কাঁপছে তিরতির করে
বেগুনী রঙের হৃদয়টা শান্ত হয়ে বসে আছে সবুজ পাহাড়ের ওপর;
মনে হচ্ছে চীনের নীলাভ পর্বতরাজিতে ফিরে এসেছি আবার
দূরে কিছু মিষ্টি লাল পতাকা উড়ছে কুয়াশার ভেতর;
বড় রাস্তার দুধারেই উঁচু সারিবদ্ধ গাছ-
ধীরে ধীরে রাস্তাটা হারিয়ে গেছে পারস্পেক্টিভ দৃষ্টিতে-
মিষ্টি হিমশীতল বাতাসে আমার চুলহিন মাথার চুড়ায় আনন্দ বইছে!
রেড-ইন্ডিয়ানরা বেঁচে থাকলে আজ কিছু কিছু চুল গজাতো নেড়া বনের মাঝে হয়তো!
হয়তো না!
নিজেকে নিয়ে এতোটুকু তুলনাটাও একধরণের ইগোই বটে-
কেউ যেন বলছে বুকের ভেতর থেকে-
"এটাকেও নির্মূল করতে হবে কবি!"


৩০শে জানুয়ারি, ২০১৫