বারান্দার টুকরো রোদ্দুর ছিটকে পড়েছে ড্রইং রুমে
কেউ থাকুক আর না থাকুক আজ আমার বসন্ত মনে,
প্রিয়জনরা উধাও হয়েছে যদিও ধীরে ধীরে সুখের খোঁজে শীতের পাখির মতন
কানাডায়, আমেরিকায় অথবা স্ক্যানডেনেভিয়ায় আপন ইচ্ছায়
তবুও আমি বেঁচে আছি প্রেমের স্মৃতি নিয়ে-
বারে বারে সবুজ পাহাড়ের দেশে;
কোন্ পাহাড় আমার অথবা কোন্ পাহাড় তোমার?
আমি তা মানিনা হৃদয় যখন পাখি হয়ে উড়ে-
বন্ধুরা সব টাকার নেশায় দুবায়ের পথ ধরে-
হৃদয়ের নেশায় প্রয়োজনে আমি হিমালয় যাবো উড়ে;
উড়তে উড়তে কবে হবে শেষ?
এই সুখি আঁকিবুঁকির কাব্যে-
ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়ে কতো ডাহুক-
সৈকতের পাড়ে!


১লা ফেব্রুয়ারি, ২০১৫