ক্ষুধা আমার এসেছে
পাউরুটি দিয়ে গরুর মাংস খেতে চাই,
ফ্রিজে কি আর কিছু নেই?
ঐ সস দিয়ে বুট জোড়া খেতে চাই।
ক্ষুধা আমার এসেছে
সপ্নে দেখা শুধু দুটি লাইন লিখতে চাই'
গীটার, পিয়ানো, তবলা কি নেই?
শুধু হৃদয় দিয়ে একটি গান গাইতে চাই।
ক্ষুধা আমার এসেছে
আমি স্ট্যালিন, ট্রুম্যান, পিনোশেতকে ঘৃণা করতে চাই,
ঘরে কি আর শত্রু নেই?
তাই নেহেরু, জিন্নাহ, মোস্তাকের মুখে থু থু মারতে চাই।
ক্ষুধা আমার এসেছে
শূন্য হাতে কন্যা দান করতে চাই,
মুরগি, গরু, ছাগল কিছু নেই?
কাক ভাজি দিয়ে বরযাত্রী বিদেয় করতে চাই।
ক্ষুধা আমার এসেছে
সারা বিশ্ব আমি ঘুরে দেখতে চাই,
পাখিদের কি আর পাসপোর্ট লাগে?
সিমান্তরক্ষিদের লাশের ওপর ভিসা ব্যবস্তার ইতি চাই।
ক্ষুধা আমার এসেছে
আমি সব ধর্ম, দর্শনকে সম্মান করতে চাই,
প্রত্যেকটি দর্শন কি সার্বজনীন নয়?
ত্রিপিটক, উপনিষদ, তালমুতকে আমি একই র‍্যাকে রাখতে চাই।
ক্ষুধা আমার এসেছে
আমি প্রত্যেক সন্তানকে মুক্তি দিতে চাই,
অন্য সন্তানদের ওপর কি আমার কোন দায়িত্ব নেই?
নিজের সন্তানের ওপর কতৃত্ব ত্যাগ করতে চাই।
ক্ষুধা আমার এসেছে
বিগত দিনের সকল প্রেমিকাদের জড়ো করতে চাই,
যুদ্ধের চাইতে প্রেম কি শ্রেয় নয়?
সবাইকে নিয়ে বৃন্দাবনে লীলা করতে চাই।
ক্ষুধা আমার এসেছে
আমি তুমি দিগম্বর হয়ে বৃষ্টিতে ভিজতে চাই,
বৃষ্টিতে কি সব পাপ মুছে যাবেনা?
তারপর গগাঁর মতো হলদে রঙের ন্যুডি নারী আঁকতে চাই।
ক্ষুধা আমার এসেছে
আমি এখন নির্বাণ লাভ করতে চাই,
রিভলবারটাতো পকেটে নেই?
আমি এখন একটানা ঘুমোতে চাই।



কাব্যগ্রন্থঃ আকাশের স্টাফ নোটেশান(২০০০ সনে প্রকাশিত)