সবাই শিল্পী হয় না
সব চারা বৃক্ষ হয়ে উঠে না-  
কারণ বৃক্ষের কোন নিজস্ব ইচ্ছে থাকেনা,
তার বাড়ন্ত সময় অথবা পাতা ঝরার কাল-
সবই আসলে মহাজাগতিক ইচ্ছের বহিঃপ্রকাশ মাত্র,
আবার ঋতুভেদে দারুন পাতার বাহার তাও শুধু-
পারিপার্শ্বিকতার প্রয়োজনে ঐশ্বরিক ইচ্ছের প্রতিফলন মাত্র,
আর যে স্থান জুড়ে তার আধিপত্য, যার নরম ছায়াতে কি মানুষ?-
অথবা প্রজাপতি ভেসে বেড়ায় স্বর্গীয় হাওয়ার মেলায় অবলীলায়!
তা কি কখনও জাদুর বলে সৃষ্টি করা সম্ভব?
যদি বল হ্যাঁ, তাহলে বুঝবো- " তুমি শিল্পী নও স্রেফ জাদুকর মাত্র"
মনে রেখো প্রকৃত শিল্পীর কোন ইচ্ছে থাকেনা কারণ সে নিজেকে হারিয়ে ফেলে সৃষ্টির ভেতর
আর জাদুকরের অনেক কিছুরই প্রয়োজন- চকমকে জামা, জাদুর কাঠি, খ্যাতি! ইত্যাদি, ইত্যাদি ।


৭ই জানুয়ারি, ২০১৫