বেঁচে আছি আজও আদি বৃক্ষ হয়ে
ডাইনোসরও দেখেছি- মানুষও দেখেছি নির্ভয়ে,
দেখেছি শান্ত চাঁদ- নিরহংকারী সূর্যকে মাথার ওপর সারাজীবন;
ঝড়ো হাওয়ায় আমার চির বেমানান চুল দুলতে দুলতে-  
কখন যে বেড়ে গেলো সভ্যতার বয়স হাওয়ার তালে তালে!
ভীতসন্ত্রস্ত হয়ে দেখি তার বাড়ন্ত দোর্দণ্ডপ্রতাপ!-
চারিদিকে সভ্যতার মিনার আর খোপের ভেতরে সেই সব সভ্য- মানুষের মুণ্ডু-
যারা উজাড় করেছে আমাদের পূর্ব পুরুষদের  তিলে তিলে গড়ে তোলা "ম্যানগ্রোভের মিছিল"-
উজানের সরু নারিকেল গাছের বৃন্দাবন,
অথচ এখনও সূর্য ওঠে- আমরা আছি বলে -
চাঁদ আসে ঘুরে ফিরে প্রেমিকের খোলা বারান্দায়!
হাওয়ায় হাওয়ায় নেচে গেয়ে এখনও দোলা দিয়ে যায়-
বাস্তব পৃথিবীর অবাস্তব বৃক্ষ হয়ে,
চারদিকের ইটের মিনার অট্টহাসি হাসে-
আকাশ কালো করে বৃষ্টি নামে-
পবিত্র হবো আবার প্রাগৈতিহাসিক যুগের মতো-
ধুইয়ে যাবে এক নিমিষেই সভ্যতার ধুলো!


৮ই জানুয়ারি, ২০১৫