প্রতিদিন তোমাকে দেখি হৃদয় নদীর ধারে-
তুমি দাঁড়িয়ে আছো মূর্তি হয়ে,
হয়তো চিরকাল এভাবেই থেকে যাবে মহাকালের মহা-স্রোতে-
তুমি দাঁড়িয়ে মশাল হাতে-
আর আমি চিরকালই ঘুরে ফিরি রাইন নদীর পাড়ে পাড়ে, নিঃসঙ্গ ঘুড়ি হয়ে-
শুবার্ট অথবা বেতোভেনের সুর বড়ই মধুর-
এই পরন্ত শেষ বিকেলে,
বাতাশের হুহু শব্দে ইউক্যালিপটাসিও ঐকতানে পুরনো স্মৃতি মনে পড়ে
যখন তোমার চুল ছিল নদীর মতন-
আর সংকল্পে ভরা নয়ন,
দেখতে দেখতে কতো কিছুই দেখেছি-
শুধু তোমাকে ছাড়া,
আজ রাখাল বেশে আমি পথে পথে ঘুরি-
তোমার প্রতিমা দেখবো বলে!


১০ই জানুয়ারি, ২০১৫