তুমি আর আমি মিলে আসলেই শরতের মেঘ ছিলাম,
পাহাড়ের গায়ে উড়ে বেড়াতাম,
গীটার হয়ে বেজে যেতাম সারাজীবন-
কিন্তু বাধ সাধলো আমার অপ্রকাশিত বাতুলতা-
ফ্যান্টাসি হয়ে জমে থাকা হৃদয়ের কালো মেঘ,
সেই মেঘ বৃষ্টি হয়ে নামতে নামতে কেটে গেছে-
দশ, দশটি বসন্ত, ঝরে গেছে কোমল সবুজ পাতারা-
ছুঁইয়ে দেখার আগেই, বুঝে উঠার আগেই,-
ডুবে গেছে সহনশীলতার সূর্য- কালো পাহাড়ের রাজ্যে-
এখন সূর্যের বদলে পাখি উড়ে রুপকথার মতো,
সমুদ্রের আছড়ে পড়া জোয়ারের ভাষার মতো-
প্রকৃতি যেন বলে যাচ্ছে সেই পুরনো কথা-  
তুমি ফিরে এসো-
আর ভালো লাগেনা এই হৃদয়ের বনরুপায়-
একা পথহারা পথিক হয়ে চলতে অনন্তকাল!


১৮ই জানুয়ারী, ২০১৫