শব্দ, সুর আর রঙের বৃষ্টি যতক্ষণ ঝরে মাথার ভেতর
ততোক্ষণ মনে হয় বেচে আছি নিজ রাজ্যে
বাকী সব কিছুই তুচ্ছতার পলিথিন
রিসাইক্লিং করতে জানতে হয় সুপ্ত আবেগের  সিগারেট জাতীয় ফিলটার
এভাবে দানবীয় সৌন্দর্যে কি কাটবে বিনয়ী মহৎ জীবন!
রাংতার কাগুজে শহরে আর কি পাওয়ার আছে মানুষের?
খোলা আকাশটা বাদ দিলে তুমিই বল?
আকাশ দেখাও কোনদিন হারাম করে দেবে বাড়িওয়ালী কে জানে!
তাই সব কিছুই ফিকে আমার জন্যে- শুধু শব্দ, সুর আর রঙ বাদে!

১৯শে জানুয়ারী, ২০১৫