দাড়িওয়ালা ভাবখানা তার-
জ্যান্ত চেগুয়েভারা!
বিদেশ বিভূঁই হয়ে কদিন-
ফিরেন গোবেচারা;
দেশে ফিরে এবার তিনি-
বুকে বাঁধেন আশা,
বুদ্ধিজীবী সেজে এবার
বিদ্দ্যে ঝাড়েন খাসা!
দু-দুটো ডিগ্রী যখন
কষ্ট করে পাওয়া-
খ্যাতি আছে বাকী শুধু
এইতো শুধুই চাওয়া;
ব্যবসা করেন বিদ্যে বেচেন
সান্ধ্যকালিন আসর করেন-
আসর শেষে চেঁচিয়ে বলেন
এমন কেন ধারা?-
হচ্ছেনা তো কিছুই তোদের
হলাম আশা হারা;
এবার তিনি আগবাড়িয়ে-
সাহিত্য সভা করেন,  
ডিগ্রী বেচে অবশেষে
রবিঠাকুর হলেন!!



২৩শে ফেব্রুয়ারী, ২০১৫