আজ অনেকদিন হল
এই বৃদ্ধিহীন জীবনের,
বাড়ন্ত আশা ছিল-
ছিল জীবনের নিয়মে পথ চলার কতো সুযোগ!
কিন্তু জন্মগত বিদ্রোহী তো আর থেমে থাকার নয়-
তাই সে বার বার পালিয়েছে নিশ্চিত জীবন থেকে;
পড়ন্ত বিকেলে পড়ন্ত আশার আলো যখন উঁকি দেয়-
তার অবর্ণনীয় বিষাদময় ড্রইং রুমে,
তখন কৃত্রিম আলোর ঝলসানই-
তাকে কিছু স্বপ্ন এনে দেয়-
দুঃখ ভুলে থাকার ।


২৬শে ফেব্রুয়ারী, ২০১৫