কচি নরম ঘাসের কনুই পানিতে হাঁটতে কতো ইচ্ছেই না জাগে
হঠাৎ আকাশ কালো হয়ে মেঘ জমলে এখনও ইচ্ছে করে
সীমাহীন আনন্দের ঠিকানাটা ছুঁয়ে দেখতে
কিন্তু যে জীবন থেকে কথাগুলো লিখছি কাগজের ওপর
তার উলটো প্রান্তে যে কেবল দুঃখের আঁকিবুঁকি
যদি সিদ্ধার্তের অনুসারী হতে পারতাম
পার্থিব মোহ সব কিছু ছেড়ে
ধ্যানই হতাম নিকুঞ্জ বনে ।


৫ই মার্চ, ২০১৫