জমাট বাঁধা ভালোবাসার বাড়ী সৃষ্টি করা কতো সহজ!
অথচ যে বোঝে না, তাকে বোঝাবে কে?
স্বর্গীয় পাখীও যখন কুহু কুহু করে ক্লান্ত হয়ে উড়ে ফিরে যায় নিরাশার ঘরে
তখন আশাহত চিল অবশ্যম্ভাবী ভাবে সন্ন্যাসী হয়ে ওঠে
অস্থিরতার ডামাডোলে সে যখন স্থির হয়ে ডানা ছাড়ে মেঘের দেশে
কাল্পনিক পাখি মিগ-টোয়েন্টিনাইনও হার মানে তার দৃঢ়তার কাছে ।


৭ই মার্চ, ২০১৫