আকাশ ভেঙ্গে পড়ার কথা ছিল-
দাড়িয়ে আছে এখনও কোন এক অদৃশ্য প্রয়োজনে
পারথেননের উপকথাময় পিলারের ওপর-
ঐতিহাসিক-অমীমাংসিত সিমেন্টের আস্তরনের ভেতর-
এখনও জেগে আছে যে অন্ধকার-
সম্পর্কের টান পোড়ান আরও নিবিষ্ট করবে-
-অর্থহীন বৈরিতার!
যেটি এতদিনে জ্বলে পুড়ে ছায় হয়ে উড়াল দেয়ার কথা ছিল-
অথচ এখনও জেগে আছে মিলনের কার্নিভ্যালে স্যাটানিক দানব সেজে।।


৩১শে মার্চ, ২০১৫