তোমার রুপ দেখেছি টাইটানের প্রাণহীন অপরুপ হিমশীতল দৃশ্যে
নাকি সেখানেও নৃতাত্ত্বিক খনন চালিয়েছে কোন এক চেগুয়েভার-
তোমার ধারণার উৎপত্তির সন্ধানে
তারপর পরিমিত হয়ে গেছে বাক্যলাপে,
মুগ্ধ হয়ে খুঁটিয়ে দেখছে বর্ণালী প্রকৃতি
বাতাসের গান, বোবাদের অনুভুতি
তারপর স্বতঃস্ফূর্ততার নাট-বোলটু আলতো করে খুলে দিয়েছে ভাষার জ্ঞানে-
আর বলছে- হে "গোটা ধারণার কেন্দ্র", তুমি আমার সব নিয়ে নাও- ক্ষুধা, জর, জড়া-
শুধু রেখে দাও আমার চির বিস্ময়, মনুষ্যত্তের চির বিস্ময় ভাষাকে, তুমি নিশ্চিত থাকো-
আমার ভাষা- বিভক্তি ছড়াবে না, ক্রোধ ছড়াবে না, বিষ ছড়াবে না, শুধু প্রেম ছড়াবে ফ্লোরো-হ্যাজার্ড হয়ে-
শান্তির দূত হয়ে দাবার চাল শেখাবে সুশীল সমাজে- রবীন্দ্রসঙ্গীত শেখাবে মহাজাগতিয় স্ফিংসদের চতুরঙ্গিয়- গোলকীয় ধাঁধায়
হে সর্ব সমাহার!!!


১লা এপ্রিল, ২০১৫