সসীম বর্ণমালার অসীম পদচারনায়-
কবিতার চারন হচ্ছেও জেনে শুষ্ক থাকে যে মুখ-
সুখ শুধু লুকনো হাসিতেই ভাসে-
আরও আছে- অদেখা চিত্র-
- যেখানে আরামে আয়েশে লুকিয়ে থাকে-
এই জন্মের "আকাশ কুসুম আহম্মিকতা",
তাই দুঃখ বলতেও দুঃখ লাগে বারবার!
নিজেকে ইচ্ছে করে ঝুলিয়ে রাখি-
পোড়ামাটির-পোর্ট্রেটে তারকাটার বেড়াজালে;
-"না না, মানুষ সবসময় নিষ্পাপ"-
-কেউ যেন বলে ওঠে, স্বর্গীয় গুহা থেকে,-
-"তার কোন দোষ নেই- নির্লিপ্ত আত্মা!!"
তাই তুমি, হঠাৎ ঝরো বৃষ্টির-
"জমাট বাঁধা জলের দুঃখ হতে পারো-
হারানো দিনের অকৃত্রিম প্রেম হতে পারো-
আকাশ ছোঁয়া বিশ্বাসের রঙ্গিন-রডোডেন্ড্রম হতে পারো-
সুনীলের অমর চরিত্রের জয় গান হতে পারো,-
হতে পারো- একটি উঠতি বয়সের মেয়ের হাতে প্রথম মিষ্টি ফুলের গুচ্ছ;
তবুও তুমি ঈশ্বর তুল্য তো বটেই
নতুবা, অমর প্রাচীন পবিত্র আত্মা
বেলজাবেব, লুসিফার তোমার ছায়ায়ও ঘেঁষে না- কখনো
তুমিই  পলি জমা হৃদয়ের, পবিত্র মাটির-
-একমাত্র পবিত্র ফুল!
হে মানব।


২রা এপ্রিল, ২০১৫