এখনও চড়ুই ডাকছে মিষ্টি সুরে
ঝুল বারান্দার এসির-আউটলেট-
-হা করে আছে বাতাসের স্রোতে-
তার বিদ্যুৎ বিহীন জীবনে প্রাণ নেই!
বিশ কেজি মাত্তুলের আর্তনাদের শব্দ-
বাধ্য করে মনোযোগ আকর্ষণের,-
-রড ভাঙ্গার তালে তালে, আকরিক সভ্যতাও হাসে-
সোনালী দাঁত দেখিয়ে----
- আড়ালে, অন্তরালে বিচূর্ণ হয় মানবতা!-
"প্রাণীদের" প্রাকৃতিকতার কবর হয়েছে কবে?
- তা মানবতা ভালই জানে !!;
ইউনেস্কোর কাজ কি শুধুই মানবতার দাবি উত্থাপন !,-
প্রক্রিয়াজাতকরণ,- যাতে উহু উহু- শব্দটা না আসে-
আটলান্টিকের দুই পার থেকে।-
তাইতো তার নাম জাতিসংঘ-
প্রাণী- শব্দটা বাদ পড়লো কেন সুকৌশলে-
_এই পিটিশানে কাজ করছে কি-
কিছু অদৃশ্য-
ভিন গ্রহের প্রাণী-
- মানে এলিয়েন!- এলিয়েন কে নয়?-
এই পৃথিবী কি আসলেই এলিয়েনরা চালায়?
মালয়েশিয়ান এয়ারলাইন গায়েব হল কি করে-??-
পাইলটের বৈকল্য- নাকি মগজের ভেতরেই-
বাসা বেঁধেছে কোন এক মিউট্যান্ট-এলিয়েন?-
এরা কি পৃথিবীর সব ভাষায় বোঝে?
নাকি শুধু চৈনিক ভাষায় তাদের জন্য যথেষ্ট ?-
- হয়তো তারা সভ্যতাকে চেনে শুরু থেকেই?-
তাই, এই আদি-একরৈখিক, রহস্যময়, সুশৃঙ্খল-
হলদে সভ্যতায় যথেষ্ট- মানুষকে বুঝতে!
কয়েক লক্ষ আলোকবর্ষ মাইল দূরে-
-এলিয়েনরা কি কোন মিটিং ডেকেছে!-
-মিটগার্ডের ভেতর-"এলিয়েন-সংঘের"- হয়ে-
হতে পারে পৃথিবীর অন্ধ-শিক্ষিত মানুষগুলো-
ব্রেইল পদ্ধতিতে চালান করছে-
ইন্টারনেটে প্রতিনিয়ত বর্ধমান ডাটা-
জালান- সালান, তেসলা অথবা বিল-গেইট্স-
ওদের কাছে স্রেফ ড্যাটাদের স্রোতে জয়ী-
কিছু ডিজিট্যাল শুক্রাণু ছাড়া আর কি-?
নিজ গ্রহের এলিয়েন মানুষ-
অবাক হচ্ছো বুঝি!


৩রা এপ্রিল, ২০১৫