কিছু দেনা পাওনা বাকি আছে বৈকি
নইলে জীবনের পথ, কতো সহজ
এই সহজ পথ কেউ শেখায়নি
বরং শিখেছি কুকুরের মতন-
ঘ্রাণ নিতে নিতে চিনেছি
আটচালা জগতের বিস্ময়
না না, এগুলো কোন বইয়ের কথা নয়,
এগুলো, সদ্য ফোটা হাসের ছানাও জানে
কিন্তু বুদ্ধিমান, চতুর মানুষরা সেটা বুঝবেনা
বুঝবে কেন? সেখানে তো স্বর্গ নেই!
যারা,মানুষ-আমি অথবা আমি-আমি
-করে কাটিয়ে দেই জ্ঞানের কৈশোর
আর শেষ বয়সে হাত ধরে প্রতিষ্ঠিত বিশ্বাসে
তাই শেষ কালেও লুকনো দাঁত বেরিয়ে আসে-
কথায়, অকথায় হায়েনার হাসি মারে!!
বিশ্বাসীও আড্ডায়, পানের আড্ডায়
তরমুজ-বীচি সদৃশ দাঁতেও তরুনির স্বপ্ন দ্যাখে
সেটাই, তাদের জন্য স্বাভাবিক-
কারন তাদের জ্ঞান সেখানেই দাঁড়িয়ে থাকে সারাজীবন,
অথচ এই থমকে যাওয়া প্রসারে মানুষ যে নতুন ভাবে প্রতিবন্ধি হয়-
সেটাও তারা বোঝে না-
আমাদের মানে আমিত্ব বিহীন আমাদের-
সেই পাওয়া-নাপাওয়ার কোন দুঃখ নেই,
অপেক্ষারত ঘাসের দোলায়- সুখ নেচে বেড়ায়
সেখানেও প্রশান্তি ছুঁইয়ে যাবে- হাওয়ায় হাওয়ায়
পিয়ানোর সুর বেজে যাবে সারাজীবন।


৮ই এপ্রিল, ২০১৫