ভালোবাসার বৃদ্ধি না ঘটলে সে জানালা দিয়ে পালায়
ভালোবাসাকে সংকোচিত করলে সে অদৃশ্য হতে বাধ্য
ভালোবাসাকে বোতলে আটকাতে চাইলে সে শ্বাস জনিত জটিলতায় মৃত্যুবরণ করে
ভালোবাসাকে প্রতিদিন একই নিয়মে পুজো করতে থাকলে তার বৃদ্ধি থেমে যায়
ভালোবাসাকে শরীর দিয়ে বিচার করলে সে পশুর মতই আচরন করে
ভালোবাসাকে মন দিয়ে বিচার করলে সে মায়া দিয়ে আক্রমন করতে পারে
ভালোবাসাকে অবহেলা করলে সে ঘৃণাকে আলিঙ্গন করে-
কারণ ভালোবাসার ঠিক উল্টো প্রান্তেই ঘৃণার বসবাস,
ভালোবাসাকে প্রতিদিন পরিচর্যা করতে হয়-
যাতে ভালোবাসার বাগানে প্রতিনিয়ত ফুল ফুটতে থাকে।


১১ই এপ্রিল, ২০১৫