জাগো ভালোবাসা, সবুজ গাছপালা হয়ে, বরফ শীতল প্রান্ত ফুঁড়ে লকলকিয়ে-
ছুঁইয়ে ফেলো গ্রীষ্মের আকাশ, জাদুর বৃক্ষের মতো ছড়িয়ে দাও সবুজ স্বপ্ন;
নদীর জলে কাগুজে নৌকো চলবে, কারখানা থেকে ধোঁয়ার বদলে ফুল উড়বে আকাশে-
মানুষগুলো সব লিলিপুট, যারা আইএসএল এর দানবদের পরাজিত করবে স্রেফ ভালোবাসা দিয়ে!-
পূর্ণবাসিত দানবদের রক্তের প্রয়োজন- রক্তের গ্রুপঃমনুষ্যত্ব, বৈরুতের রাস্তা ছেয়ে যাবে সেচ্ছাসেবকদের ভিড়ে!
জাতিসংঘের পরিবর্তিত নামে রিলিফ আসবে হাইফা বন্দর দিয়ে বিশাল এয়ারবাসে লেখা- "ভালোবাসাসংঘ"
মৌলবাদের মৃত্যু হবে, বৃষ্টি নামবে হুড়হুড় করে, চলবে সারা বছর, প্রবল বন্যায় সবমহাদেশ তলিয়ে যাবে-
শুধু টিকে থাকবে- তিন হাজার ফিটের উর্ধেব উঁচু স্থান- সেখানেই মানুষ ভিড় করবে পিঁপড়েদের মতন,
-সাতশত কোটি মানুষ, সবার হাতে মানবতার পতাকা, ফুলেল উৎসব হবে রবীন্দ্রনাথের গানে-
জার্মান, ফরাসী, মেক্সিকান সব মেয়েদের গায়ে বাসন্তী রঙের শাড়ি;
গান গাইবে রবিসঙ্করের মেয়ে "নোরা জোন্স" পিয়ানো বাজিয়ে-
"আহা আজি এই বসন্তে---" ধীরে ধীরে পানি নামবে,-
পরের দিন "নিউইয়র্ক টাইমসের" হেডলাইন-
"মহাপ্লাবনের পর কোন হতাহত নেই"
পৃথিবী এখন থেকে ভিসা বিহীন,
মানুষ এখন মুক্ত-
স্রেফ ডানাবিহীন-
পাখি!


১২ই এপ্রিল, ২০১৫