আমি নিশ্চিত, আমি পুন্যতার ব্যাকটেরিয়া
সদাই ফুটন্ত বুদ্ধির মানুষ
আমি মস্তিষ্কের ভেতরে-
প্রতিনিয়ত হেঁটে চলা পথিক;
আমিই খুন করেছি-
আমার অর্থহীন আরামদায়ক অতীতকে;
আমি শৈশবে আকাশ দেখে মুগ্ধ হয়েছিলাম-
কেঁদেছিলাম অনবরত তার সৌন্দর্য দেখে,
তাই ঘুড়ি হতে চেয়েছিলাম-
অনবরত উড়তে বিস্ময়ের সীমানায়;  
তারপর থুবড়ে পড়ি- বিশ্বাস ও বিস্ময়ের যুদ্ধে
অবশেষে বহু প্রতীক্ষিত বিস্ময়েরই জয় হয়;
আমি জানতাম বিস্ময়ের জয় হবেই-
তাই ওত পেতে থাকা বিশ্বাসের ভাইরাসদের-
আমি পরাজিত করেছি-
মস্তিষ্কের ভেতরের গেরিলা যুদ্ধে;
এই বিশাল মস্তিষ্কের মহাদেশ এখন আমার দখলে-
এখানে সবিই স্বাধীন,
এখানকার আকাশ বেগুনী রঙে রঞ্জিত-
তাই মিথ্যার বেশাতি, জোর করে সত্য জ্ঞাপনের-
অবকাশ এখানে নেই;
এটা পৃথিবী নয়, এটা টেরা-ইনকগনিটা !
-সুকৌশলে ভাইরাস ছড়িয়ে-
যেকোনো ভাবে জয়ি হবার গ্রহ এটা নয়;
এখানে চন্দ্র পূজিত হয়না
সূর্য দেবতার নৈবদ্য হয়না-
থর হাতুড়ি দুলিয়ে বিজলী চমক দেখায়না-
এখানে সুখ বাড়ন্ত-
নববর্ষের দিনে রবীন্দ্রনাথের গান হয়,-
আত্মার উদারত্ত রক্ষায়-
দেবতার নৈকট্যের জন্যে নয়;
এখানে জিব্রানের কবিতা আবৃত হয়-
টেরা-ইনকগনিটার সারভৌমত্ত রক্ষার প্রকল্পে।


১৪ই এপ্রিল, ২০১৫


;