কোথায় হারায় সব কিছু বব, তুমি জানো না
তাই তুমি প্রশ্ন রেখে ভালই করেছো ডিল্যান;-
যতোটা পথ পেরিয়েছি আমি ভুল ঠিকানায়
আর কতো সহজ পথে আমি পেয়েছি আমার শেষ ঠিকানা,
সে খবর তুমি রাখোনা, অথচ এপথের অপেক্ষায় ছিলে তুমি অনন্তকাল-
অপেক্ষার সীমার কথা আমার জানা ছিলোনা,-  মূর্ত-প্রতিমা-
সময় বোধের অসচেতনতার পর তীব্র অনুশোচনা-
চক্ষু জুড়ে জ্বলন্ত সূর্য, অহেতুক প্রমিথিউসীয় দুঃখ
সভ্য জ্ঞানের চূড়ান্ত পথের মানুষটা চাইবে কেন?
কোথায় যাবো আমি ঋষি হতে, বল ডিল্যান বল?
বলার আগেই হয়তো গলে যাবে হিমালয়,
জানি, ধর্মান্তরিত হতে পালাতে হবে উত্তর গোলার্ধে-
অথবা দক্ষিনে পেঙ্গুইনদের দেশে, সাঁতারিয়ে
ধরে নাও, সেই সাহসও আছে এখনও সুপ্ত,
এই বাড়ন্ত চল্লিশার্ধো হৃদয়ে
কিন্তু বুকের ভেতরের ভালোবাসার ফসিল যখন-
আবার নড়েচড়ে প্রাণবন্ত হয়ে ওঠে-
তখন তোমায় ফেলে আমি কোন্ পাহাড়ে ঠাঁই নেবো মূর্ত প্রতিমা!
না হয় তুমিই বলো, তার হয়ে আধুনিক প্রফেট- বব ডিল্যান?


১৫ই এপ্রিল, ২০১৫
,