নরম ঘাস, নরম রোদ
নরম হাসি, নরম কথা
আর কোথায় পাবো?
পত্রিকা জুড়ে সুখি দম্পতিদের ভিড়
জমকালো শাড়ি আর স্যুট পরা যুগল!!
আর আকাশ জুড়ে ছেয়ে গেছে কাল মেঘের বিমর্ষতা
কিসের এতো বিমর্ষতা? এই ভর দুপুরের রৌদ্র মেলায়-
কেউ যেন প্রশ্ন রেখে যায়,- ছায়ার মতো জীবনের ইতিহাস জুড়ে,
নেড়ি গলির খোঁড়াখুঁড়ির ভিড়ে, সেই ছায়াও মিশে যায় অবলিলায়;
কৈফিয়ত চাওয়ার মতো আর কেউ রইলো না, চল্লিশার্ধো মানুষটার
-সেই একাকিত্তই, রুপান্তরিত হয়ে বিবর্তিত হয় সবচেয়ে বড় দুঃখে ।    


১৭ই এপ্রিল, ২০১৫