তুমি প্রশ্ন বানে বিদ্ধ
দাম্পত্য কলহে তিক্ত
অর্থ বলে দিপ্ত
আমি সেই সব পেরিয়ে এসেছি
গন্তব্য বুকে জড়িয়েছি, হে কবি
আমি আকাশ দেখেছি, অপলকে
তাই অপমানিত বোধ কাকে বলে-
বুঝিনি, হে নান্দনিকতার কবি-


তোমার পূজ্য শ্রেষ্ঠ দেবি
সৌন্দর্যের প্রেমে মুগ্ধ
সুখে প্রলুব্ধ!
আমার পথে আমি দেব ভক্ত
মখমলের জামা ছিঁড়ছি দুহাতে
দিব্য পথে চলছি খালি পায়ে
লোকলজ্জা ভুলে শেষমেশে
আমিত্বহীন, হে আমিত্তের কবি- ।


২৬শে এপ্রিল ২০১৫