কল্পে-গল্পে যাচ্ছে তো বেশ
ঢাকা বাসীর জীবনটা
হঠাৎ করে ভূমিকম্প
আঘাত করলো আরেকটা,
সিঁড়ি থেকে নামতে গিয়ে
আঘাত পেলো ববিতা
বৃষ্টি ভিজে ঘণ্টা খানিক
বাসায় ফিরে সবিতা;
বাবা আসলেন খুলনা থেকে
সঙ্গে এলেন দাদিমা
ভোজের সময় আলাপ হল
ভূমিকম্পের কালিমা,
রাতের বেলার মৃদু আঘাত
বুঝতে পারে ববিতা
খোলা জানলার মিষ্টি হাওয়ায়
ঘুমিয়ে ছিল সবিতা;
সবাই যখন হুরমুরিয়ে
জড়ো হল নীচতলায়
সবিতাটা স্বপ্ন দেখে
ঘুরছিল সে আমেরিকায়,
ঘড়িতে যখন আটটা বাজে
ডাইনিং স্পেসটা জমে ওঠে
সবাই শুধু বলতে থাকে
সবিতাটা খামখেয়ালিই বটে !
"সবি" বলে সবিই বুঝি
কখন কাঁপে,
কখন ঘুরে
আমাদেরই পৃথিবী,  
কিন্তু আমি ঘুমের জন্য
একটু বেশী আসক্ত
ঘুমের মধ্যে মৃত্যু যদি
করতো আমায় নেশাক্ত,
আপন মনে স্বর্গে যাবো
নেইকো কারো দাসত্ত;
ঘুমের আমি, আমিই ঘুমের
ঘুমের রাজ্যের পাটরানী
এইনা বলে ঘুমের রানী
ঘুমিয়ে পরে তথস্ত !


২৯শে এপ্রিল ২০১৫