যদি পৃথিবীতে শুধু তিনটি রঙ থাকতো
সাদা, কাল আর বিমর্ষ
তাহলে আমার এই জীবন দিকভ্রান্ত হতোনা কখনও
হয়তো পৃথিবীর চিরসবুজ প্রকৃতি আর দেখা হতোনা
হয়তো নীল আকাশটা ছায় রঙ্গা মেঘ নিয়ে বিমর্ষ থাকতো চিরকাল
উপবনের পাখিরা হতো সাদা কালো, মন্দ কি !
হৃদয় জুড়ে হাজার রঙ মিশিয়ে তোমাকে ভালবাসতে শিখতাম-
এই ক্ষুদে কয়েক দশকের নিশফল  জীবনে !!



৩০শে এপ্রিল, ২০১৫