ব্ল্যাকবোর্ডে আর আনমনে হলেও "গুয়ের্নিকা" ছেপে ওঠে না
একদম কালো তারপর ধীরে ধীরে,- কোব্যাল্ট-ব্লু, অ্যাশ, তারপর
হারিয়ে যাওয়ার উচ্ছাসে- চিন্তাহীন-অতীন্দ্রিয় জগত
মগজের ককপিটে বরফ শীতল নভোচারী !
আবার ফিরে আসে নিউরনের খেলায়
দাবার গুটি অথবা স্ক্রেব্যালের মানচিত্রে
অর্থহীনতা সেজে উঠে আবার অর্থপূর্ণতায়
আমাকে অর্থহীনতার লোভ দেখিয়ো না-
হে সুন্দরী- কুৎসিত নারী
আমি মানুষ হয়েছি অবশেষে
প্রাণ হয়ে শিখেছি
কেন জীবন এতোটা সুন্দর !


২৩শে মে, ২০১৫