এসো এসো, ধীরে ধীরে ঢুকে পড় শব্দের জগতে
তার আগে তোমাকে বিনীত হতে হবে,
আকাশ সম দম্ভ যার অথবা সাগর তুল্য ক্রোধ যার-
নিশ্চয়, তার জন্য এই জগত নয়,
তার জন্য আত্মপ্রচারই ভালো ;
অথবা যে ভাবে, আমি বিশাল প্রকৌশলী-
অথবা যার বিনয়ের আড়ালে হাসে অবিনীত হিংস্র দন্ত-
তার জন্যও এই জগত পুরোপুরি নিষিদ্ধ ;-
কারন সে, ভাষা ও অস্তিত্তের মিলন মেলাকে ভুল বুঝতে পারে,  
আমি জানি, তুমি মৃদু হাসছো-
আর বলতে পারো ফিসফিস করে,- এ কোন নতুন ধর্ম গ্রন্থ !
হ্যাঁ, আমি তোমাকেই বলছি, শুধু তোমাকে-
আমার এই জগত তাবৎ পৃথিবীর যে কোনো পবিত্র স্থানের চাইতেও পবিত্রতর!-
পাপ-পুণ্য পেরিয়ে যেখানে শুধু সত্যের আলাপচারিতা ঘটে-
কঙ্কটময় ইতিহাসের নীল গোলাপের পরিবর্তে, পবিত্র কবিতার শব্দ ফোটে কেবল,
হ্যাঁ, আমি মানুষ, তাই আমিও চেতনার উদ্যানে বাড়ন্ত বৃক্ষ মাত্র,-
যার আকাশে, বাতাসে, মূলে, তলদেশে ছড়িয়ে আছে অগণিত কবি, দার্শনিক, শিল্পী
কাহলিল জীব্রান, রবীন্দ্রনাথ, ভিন্সেন্ট, ফ্রেডারিক অথবা-
অনাবিষ্কৃত অজানা যে কোন মহৎ কবি, শিল্পী,
সবাই আমার জ্ঞানের, বিনয়ের অগ্রদূত
না না পবিত্র হতে হবেনা,
শুধু মনটা মুছে ফেলো সিরিজ কাগজ দিয়ে !
এবার তোমাকে স্বাগতম !
এই ক্ষুদ্রতম, বিনীত অথচ বাড়ন্ত-
কবির, কবিতার জগতে !!



২৮শে মে, ২০১৫