গতকাল রাতে চাঁদ উঠেছিলো
আমার খোলা জানালায়,
হয়তো এই দৃশ্য আর ফিরে আসবেনা কখনো
এই নিরব, নির্জীব দুঃখের শহরে !
হয়তো তাই, আমার দুচোখ ভুল করেছিলো
লাল চাঁদকে,- ছুঁয়ে দেখা সূর্য ভেবে
স্বপ্নের ভেতর ঘুরে এসেছি ঈশ্বরের রাজ্যে
সত্যের দ্যাখাও পেয়েছি- তাই বিমূর্ত হয়েছি-
সূর্য ওঠার সাথে সাথে !
তবুও বলতে ইচ্ছে করছে বন্ধু-
এখানে মানবতা নেই একচিলতে -
যা আছে, তা হচ্ছে ফিকে ইতিহাসের-
উচ্ছিষ্ট চামড়া, যেখানে মানুষ মানুষকে নিশ্চিহ্ন করতে আগ্রহী
যেভাবে সভ্যতা উজাড় করেছে শত শত বন,
তারপর লোম-বহুল প্রাণীদের পাঠিয়েছে আধুনিক জেলখানায়-
"চিড়িয়াখানায়!"
এখানে, মানুষ মানুষকেও চিড়িয়াখানার প্রাণী ভাবে
টুঁটি চেপে ধরে মনুষ্যত্বের অলংকার স্বাধীনতার,
তাই গতকাল রাতের চাঁদ আমাকে শিখিয়েছে-
অন্তত এক মুহূর্তের স্বাধীনতার পরম আস্বাদন !
মিথ্যে নয় তাই যেন ছিল সাক্ষাত ঈশ্বর-
বড় অবেলায় গ্রাস হয়েছে আমাদের ঐশ্বরিক ধর্মের
দুর্বৃত্তদের হাতে বন্ধু
খুব বলতে ইচ্ছে করছে !


১লা জুন, ২০১৫