সেই কোমল হাতেই তোমাকে ছুঁয়ে দেখতে চেয়েছিলাম
তারপর থেকে হাজার হাজার দিন রাত্রির মৃত্যু হল
বদ্বীপের বিস্মিত রাখাল হয়ে স্বপ্নে দেখেছিলাম,
    - রেড-ইন্ডিয়ানদের সাজে নেমে পড়বো তোমার খোঁজে !
   - উত্তর গোলার্ধে বেমানান বাউল হয়ে ঘুরেছি- তোমার সুরের নেশায়;
আজ আটপৌরে জীবনে, জীবন যখন অনেক কোমল
অথচ সব্যসাচী হাত যুগল কতো দ্রুত কোমলতা হারিয়েছে সভ্যতার ভেতর
তাই, বৃষ্টি ছুঁয়ে দেখলেও আর উচ্ছ্বাস জাগেনা আগের মতন
পাখির গান শুনতে, কাক ডাকা ভোরে আর তোমাকে খুঁজতে ইচ্ছে করেনা
শুধু এই টুকুই বলতে পারি এই কোমল হৃদয়ে-
সারা জগত নিয়ে ধ্যানে মগ্ন থাকতে বেশী পছন্দ
এই শত পরিবর্তিত মাঝ বয়সী মানব সদৃশ বিনয়ী মানুষটার ।


৩রা জুন, ২০১৫