যতদিন তুমি সদ্য ফুটন্ত বেলি ছুঁড়ে
শুকনো ফুল দিয়ে মালা গাঁথবে
ততদিন আমার ভাষা হবে শুধু কবিতা


যতদিন মানুষ মানুষকে মস্তিষ্কের পরিবর্তে
শুধু কিছু পুরনো কাগজ দিয়ে বিচার করবে
ততদিন আমার ভাষা হবে শুধু কবিতা


যতদিন ঐ উঁচু অফিসের হোমরাচোমরা
আমাদের আত্ম দাম্ভিকতা দিয়ে জীবন শেখাবে
ততদিন আমার ভাষা হবে শুধু কবিতা


যতদিন বিশ্ববিদ্যালয়ের বিনীতভাবে-অবিনীত শিক্ষকরা
কবিতার ধারক সেজে জ্ঞানের মুণ্ডু চেপে খাবে
ততদিন আমার ভাষা হবে শুধু কবিতা


যতদিন পৃথিবীতে সুযোগ সন্ধানী মানুষগুলো
সামাজিক স্বীকৃতির লোভে মিথ্যে ধর্মকে আলিঙ্গন করবে
ততদিন আমার ভাষা হবে শুধু কবিতা


৯ই জুন, ২০১৫