অনেকগুলো "কিন্তু" পরিবেষ্টিত
ভেলকির সময় ফুরিয়ে আসছে  
নিরীহ দুর্বলতার সত্যবানি
তোমাদের কাছে প্রশ্ন তুলবে
কেন আমি এখানে ?
কারণ তোমরা মেনে নিতে জানোনা
আবার অনায়েশে মেনে নাও মানুষের সৃষ্ট "নিষেধকে"
জানো তো প্রকৃতিতে "নিষিদ্ধ" বলতে কিছু নেই
যা আছে তা শুধু, মানুষের অকারণে অব্যর্থ হবার-
সুচতুর-দাম্ভিকতার বুকপকেটের ভেতর
আমি অন্ধকারে চিল ওড়াবো
অথবা নিরব আত্ম চিৎকারে সভ্যতার আকাশ কাঁপিয়ে দেবো
তবুও অপমানের দড়ি গলায় জড়াবো না
জাদুর মন্ত্রে ফুল বানিয়ে প্রেম ছড়াবো !!


১৮ই জুন ২০১৫