তুমি আমাকে দাঁড় করিয়েছ মৃত্যু গুহার সম্মুখে
অথচ আমিও নিজ অধ্যাবসায়ে গুহার অন্য প্রান্তে পৌঁছাতাম
তারপরও আমরা মুখ ফিরিয়ে রেখেছি একেক প্রান্তে, যেখানে হতাশার চিল উড়ে
স্বর্গীয় বাতাসে "ভালোবাসা ও জীবন" নামের যে উপকথা আমরা লিখতে পারতাম-
পাথরের ওপর, তীব্র জোয়ার ভাটার সান্নিধ্যে-
সেখানেও বিবৃতি ছড়িয়েছে নিষিদ্ধ দেবতা !
না হলে জীবনের সব ইচ্ছের বিনিময়ে হলেও
আমরা আবার স্বর্গে যেতাম-
আর মেঘের দেশে ড্রইং রুম বানিয়ে
শুধু তোমার কোমল হাতের হার্পের সুরে মুগ্ধ হতাম ।


১৮ই জুন, ২০১৫