ভাষার ক্ষমতার কথা যে জানে
সে বিশ্বাস করে শব্দ কতোটা প্রখর
আর আমার এই কবিতা হতে পারে
অগ্নিদাহের ঠিক পরের বৃষ্টি
কিন্তু আমজনতা বলতে আমরা যা বুঝি
তাদের ঐতিহাসিক সংজ্ঞা দাঁড়ায়-
"চিরকালের অন্ধ"- কারণ তারা সবসময় বাজারমুখি
তারা ভাবে আমরা কাব্য ক্রয় না করে বরং
উপদেশমালার সংকলন কিনি!  
কি মুশকিলের ব্যাপার-
আমরা কবিরা এলাম কেন এই জগতে !
আমাদের কথা বুঝতে শেখো-
হে আমজনতা
মানুষ যদি ঈশ্বরের রুপ হয়
তাহলে কবিতাতো সময়ের বেদ বাক্য
ব্যাখ্যা করে দেখনা "ভাষা-জাগতিক মানুষ"
দেখবে কবিতা অক্ষরে অক্ষরে সত্য উচ্চারণ করে-
উদ্দেশ্যহীন ভাবে !!


১৯শে জুন, ২০১৫