দেবতা দেখেছি মানুষের ভেতর, সমালোচিতও হতে দেখেছি তাদের নানান ওজুহাতে
আচার-অনাচার, আস্তিক-নাস্তিক, বিশ্বাস-অবিশ্বাস,- কতো বাহানার মাপকাঠিতে কলঙ্কিত হলো-
নিরীহ মাটির পুতুলটা! কেউ ভেবেছিলো লোকটা স্রেফ আত্মপ্রচারকারি তাই বিনয় দেখিয়ে পষ্ট-কথা-
বলে চলে তোমাদের কুটিল রাজপথে! অনেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাক্ষর মুখেও শুনেছি বিদ্বেষ ছড়াতে-
"লোকটা ক্ষমতা দেখিয়েই আমাদের জ্ঞান দিয়ে যাবে!", অথচ তারাও বুঝেছিলো লোকটা নিষ্কলুষ,-
নিষেধের বালাই সে মানেনা, আকাশ মুখির মতো- কেউবা সতর্ক করেছে এই বলে যে- " দ্যাখো দ্যাখো-
ঐ আকাশ মুখিতাই একদিন কাল হবে জামান সাহেবের!"- সতর্কবাণী শুনিয়েই ছেড়েছে তাকে- আত্মতৃপ্তির-
বিষমও গিলেছে থিসিস জমা দেয়ার আগে, ভেবেছে তারাও একদিন জামান সাহেবের মতন জগৎ-খ্যাত হবে!-
হ্যাঁ তাদেরও পিএইচডি জুটেছে ভোমরার বাসায়, মৌচাকে নয় ! বাতাসে উড়ছে সে খবর আজ অবধি
কিন্তু জামান সাহেবের সততা, স্পষ্টতা,সৌন্দর্যকে কেউ ছাপিয়ে যায় নি আজ পর্যন্ত ! সবাই এক বাক্যে বলে ওঠে-
দারুণ ছিলো লোকটা !!


৮ই জুলাই, ২০১৫