আজ পর্যন্ত কোনো কাব্যগ্রন্তই তোমাকে উৎসর্গ করা হলো না
এবারও ব্যাতিক্রম ঘটবে না, কবিতার নৈবেদ্য দান হবে কোনো-
পার্থিব পুতুলের উদ্দেশ্যে। আমি জানি, তুমি জানবেও না এতোসব
তুচ্ছ ঘটনার কথা, সীমানা যে পেরিয়ে গেছে সময়ের, দশ-দশটি বছর
মানে ৩৬৫০ দিন। আর বাঁচবো কদিন ? বড়জোর আরও কয়েক দশক !
ততোদিনে এত্তসব পার্থিব তর্কগুলোরও ফসিল জমতে শুরু করবে-
নব জন্মের ফসিল গ্রন্থের আলোছায়ায়, কে ডাইনোসর ছিলো ? অথবা
কে পূর্ণ মানব ছিলো পূর্বগামী পুতুলের ভেতর ? বিষয়গুলো শব্দের বাতুলতা মাত্র
হয়তো স্রেফ উলঙ্গ দুই আত্মার আবার দেখা হবে, খাঁটি ফেরেস্তা সেজে
'নতুন কোনো সূর্য'- গ্রহের পদ্মা সেতুতে দাঁড়িয়ে, বয়ে চলা বেগুনি স্রোত ধারার ওপর
মুখোমুখি আলাপচারিতায় স্রেফ নিরুদ্দেশ হবো ভালোবাসা শব্দটির পারমাণবিক ক্ষমতায়
যে শব্দ দিয়ে সৃষ্টি হবে আরেক অবধারিত জগত- আরেক ভাবনার !


৮ই জুলাই, ২০১৫