জীবন প্রদীপ্ত হল আবার নতুন করে
বিশ্বাসের জানালাটা খোলা রাখো আকাশের পানে
দেখবে আকাশ থেকে উড়ে উড়ে আসবে বিশ্বাসের পাখিরা-
দিগম্বর-অবিশ্বাসীর নিরাপত্তাহীন গৃহে!-  
নিঃশব্দে গড়বে এক নতুন ধর্মের মিনার-  
নতুন অবতারের বিনিত দ্বারে!
সেই তো আসল প্রতিফলক-
যে কিনা মিথ্যে বলেনা এক বিন্দু-
গৌরব করেনা ভবের
মিথ্যে আশার জাল বুনে-
বিষিয়ে দেয়না জীবন স্বর্গ-নরকের বেড়াজালে;
আমি জানি, তুমিও একদিন অবনত হবে-
এই ভবঘুরে, উদ্দেশ্যহীন-সত্যান্বেষী কবিতার বন্ধুর পথে
যে তোমাকে স্রষ্টার পথ না দেখিয়ে-
শুধু সৃষ্টি সুখের উল্লাসেই ভাসিয়ে নেবে
এই তো জীবন কবি!
বল কবি, এই জীবন ধার করা কিছুই নয়,-
-কারো করুণারও কিছুই নয়!
এ জীবন চরম নান্দনিক
ভেসে বেড়ায় আজীবন!!


২৩শে জুলাই, ২০১৫