ইউরোপ তোমাকে বাঁচতে হবে
মানব সভ্যতাকে বাঁচাতে হবে
পথ দেখাতে হবে নতুন সম্ভাবনার-
নতুন উৎসের, নতুন জাগরনের
তুমি তোমাকে গুছিয়ে নাও-
তারপর আবার উম্মুক্ত করো তোমার-
হাজার বছরের একাডেমী
অথবা মুক্ত চিন্তার গ্যালাক্সি “রেনেসাঁকে”
ইউরোপ তোমার টুকরো টুকরো-
দেশগুলো যেনো একেকটা-
দেবতার পুঞ্জ! দেবালয়!
জানি তোমার হাতেই
নষ্ট হয়েছে,- অনেক অনেক সভ্যতা-
অ্যাজটেক, মায়া, ইনকা, আরও কতো!
আমি জানি, ঠিক তোমারই মনে নেই-
তবুও তোমার সন্তানেরা,- গ্রিস,-
ইতালি, ফরাসী, জার্মানি-
অথবা বুনিয়াদী ব্রিটেন
কিংবা জলদস্যু পর্তুগাল, স্পেন
পৃথিবীকে যা দিয়েছে
তা আসলেই ভাবনাতিত!
ইউরোপ তোমার আহরিত জ্ঞান
ভূমধ্যসাগরের প্রান্তে পৌঁছল না কেনো-
আজ অব্ধি? অথচ সুচতুর জাপানিরা-
হাজার মাইল দূরে থেকেও-
তোমার শিক্ষা নিয়ে-
কতো তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলো-
চোখের সামনেই!
ইউরোপ তোমাকেই মানুষ করতে হবে-
ঐ চির হিংস্র আরবদের,-
নয় তো আমাদের রাহুমুক্ত করো
বর্বর আরবিয় থাবা থেকে!!


২৪শে জুলাই, ২০১৫