মন যখন স্থির
হারিয়ে ফেলো নিজেকে-
বিশালত্তে, স্ব-পথে-
তখন একজন শিল্পপতি-
আলো-ঝলমলে শহর ছেড়ে-
অজ-পাড়াগাঁয়ের বিনয়ী ভিক্ষুকে রুপান্তরিত-
বিনয়ী ভিক্ষুক, যে কি না আবার ভিক্ষা করতে জানেনা!
তাতে অবাক হওয়ার কিছু নেই-
কারণ বুঝতে হবে সে তার স্ব-পথেই আছে


১১ই অক্টোবর, ২০১৩