একদিন এই বড় অবেলার বৃষ্টি থামবে
একদিন শীত আসবে ঘ্রাণ ছড়িয়ে
একদিন সূর্য উঠবে শৌর্য নিয়ে
জানালার শার্শিতে কুয়াশা জমবে
তারপর জমকালো রোদ ঝরবে-
বৃষ্টির ধারার মতো করে।


একদিন অকালবৃদ্ধ মানুষটা সমুদ্রে যাবে
থ্রি-কোয়ার্টার প্যান্ট আর
উষ্ণসাদা টিশার্ট জড়িয়ে
সন্ধ্যা নামবে জলরঙের ছোপে
চড়ুইও জুটবে অসংখ্য
পৃথিবীময় অডিটোরিয়াম হয়ে


একদিন, বন্ধু শুধু একদিন ঐ অসময়ের কবি হাতপা ছড়িয়ে দেবে
স্বচ্ছ পানি গড়িয়ে যাবে- জলোচ্ছ্বাস হয়ে
পাথুরে দ্বীপের ওপর,
নিমেষেই চুষে নেবে অম্লস্বাদ
রেখে যাবে শুধু ক্ষুধার্ত পৃথিবীর কিছু আর্তনাদ
আর মহিমান্বিত হবে শুধু সে, যে জানে আমি অ-মহিমান্বিত ছিলাম!


২৩সেপ্টেম্বর, ২০১৫