চলবে তবে জীবন এখন
অনাবিল আনন্দে
মনটা যখন বয়স থেকে
বেড়ে গেলো সানন্দে


কথার গুঁতো, বাঁশের গুঁতো
সতিকারের আপদ যতো
দিলেম তোদের বিদেয় এবার  
ভাইদ্দাবাঁশের গুঁতোতে-
মনটা যখন বয়স থেকে
ছুটে গেলো অনন্তে

দেহের বয়স পঁয়তাল্লিশ
তবে মনের বয়স উনষাট
সাহস আছে বুকে তোদের
ঘাঁটলে ঘাঁটিস আপন ঘাট


কাঠ-বুড়ো, জাত-বুড়ো
আরও যতো আয়-বুড়ো
বুড়োর খেলায় আমি কিন্তু
সবার শেষের শেষ বুড়ো!
সাহস আছে বুকে তোদের
যতো কলপমাখা ঘাট-বুড়ো!!


৯ই অক্টোবর, ২০১৫