“আমি কারও নই, কেউ আমার নয়”, উক্তিটা হতে পারতো মানুষের মৃত্যু উদযাপনের গান!
কিন্তু উলটো আমরা মৃত্যুকে সাজায় মিথ্যে নাটকের পাঁয়তারায়।
যেখানে অভিমান বিবেক হারিয়ে বসে।
সুখ রঙ মেখে আয়না দেখে পর্দার অন্তরালে।
দুঃখ হয়ে ওঠে মা হারা অবুঝ শিশু!!
আর সমাধানও সমাধিস্ত হয় স্মৃতিসৌধের ভিতর।


১১ই অক্টোবর, ২০১৫