আজ আবার একটি সম্ভাবনার মৃত্যু হল
অসম্ভাবনাময় থমথমে আকাশে ঢাকা জীবনে,
রক্তেরনদী দেহের ভেতর উপচে পড়ে
লোমকূপের ভেতর ঢুকে পড়া উষ্ণতার নেশায়।

অথচ, সদাই পর্দার অন্তরালে থেকে গেলো সম্ভাবনার সুশীল-দানব
সে সাঁতরিয়ে দাপিয়ে বেড়ায় জৈবিক কৃষ্ণসাগর,
নেশাক্ত হয়ে অপেক্ষায় থাকে মন্ত্রমুগ্ধ হয়ে,
জেগে থাকে লোমকূপের অভ্যন্তরের বাইনোকুলার বেশে;
শেয়ালের মতন জীবনটা চেখে দেখবে বলে!


১৯শে অক্টোবর, ২০১৫