সর্বশেষ চেষ্টা, সর্বশেষ সমর্পণ
তবুও সফলতার আধুলিতে বৈরি কিছুর কলঙ্ক,
পুরনো আমিত্বের গায়ে লেপটে আছে যে দুঃখ
ফেলে আসা পথের নরম সবুজ ঘাস হয়ে;
আকাশেও সেই একিই দুঃখের ঘাস জমেছে ।


মনের দক্ষিণের বারান্দায় আজ বর অবেলায় কে আসে যায়
বাকরুদ্ধ প্রেমিক প্রজাপতি সেজে,
সেও কি এসেছে শুধু জমে থাকা দুঃখকে চেখে দেখতে?
অথবা আমার মতন কুকুর ছানা হয়ে চেটে খেতে!
পুরো জীবনের সব স্বপ্নকে গোগ্রাসে!!!


২২শে অক্টোবর, ২০১৫