মনে হচ্ছে পৃথিবীর সব দুঃখই আমার একার
যেন তারা ঘূর্ণিবায়ুর মত ভিড়ে আমার উপকূলে
আমার ঘর ভাঙে, ভাঙে স্বপ্ন- বলতে পারো-
এসবই তো জানা কথা, নতুন কিছু বল... কবি


হ্যাঁ তাই বলছি, ‘দুঃখ এখন আর আমাকে দুঃখ দেয় না-
সুখ দেয় অফুরন্ত’; আমি দুঃখকে পায়রা বানিয়ে আকাশে উড়ায়।
তাই তুমি বলতে পারো আমি দুঃখের বিজ্ঞানী আর সুখের পাখি,
এসো, এসো, আমি তোমাকে বাতিয়ে দেব সব দুঃখ ভোলার জাদুমন্ত্র।।


২৪শে অক্টোবর, ২০১৫