সবি অপ্রয়োজনীয় হতে পারে
তবে যদি তুমি চাও,
সব জলাঞ্জলি দিয়ে
আকাশ ফুটো করে কোথায় হারাও?

আমি ফুটো করে ‘দেব’ হতে চেয়েছিলাম  
আর তুমি ছিলে ছায়াবিহীন প্রজাপতি,
তাই ভাষা হয়ে দুলেছিলে আনন্দে
কি দারুন ছিল সেটা, বুঝেও বুঝিনি কখনও...  


আমিও এখন শুধু ছায়া হয়ে দুলি
অনুশোচনার বুননে, অভিমানের আলোছায়ায়;
মখমলের পৃথিবীতে প্রদীপ নিয়ে ঘুরি
সবুজ পৃথিবীর জমকালো বনসাই হাতে!!


২২শে অক্টোবর, ২০১৫