জীবন আমাকে একটা কিছু দেবে
আমি নিশ্চিত
সেটার আশায় পথচলা- হে বিশ্ববিবেক


আমার পথ সবুজ ঘাসে ঘেরা
প্রজাপতিদের আস্তানা,
পিঁপড়েরাজ্যে ঠাসা।


প্রথাগত থেকে প্রথাবিরুদ্ধ হয়ে চলছি তো চলছিই
কিন্তু এখন বুঝি ঘটে যাওয়া দুঃখগুলো ছাড়া
তেমন কোনো ভুল ছিল না এই জীবনে


যা চেয়েছি অথবা পেয়েছি জ্বালিয়ে দিয়েছি-
স্রেফ সত্যসন্ধানী রকেটের জ্বালানীরূপে
তাই এই পথে স্পষ্ট দেখছি-
‘সত্য মৃত্যুর পরে হলেও অন্যভাবে ধরা দেবেই’  
অন্তত আমার এই দৈন্য আত্মাটাকে তো শান্তি দেবেই।  


২৮শে অক্টোবর, ২০১৫