কবিতা লেখা বন্ধ হলেও
শব্দের জোয়ার অবিশ্রান্ত
স্রোত ধারায় উন্মত্ত


চাঁদের মূর্তি তুমি
আকাশ থেকে খুলে নিয়ে ডোবালেও
সেটি নিভে না কস্মি কালেও


তুমি গাধার পিঠে চড়ে
বিজয়ের গান ধরো বোকা সুরে
বিজয়ী হবে না কখনও


কবিতা লেখা থেমে গেলেও
সত্যকথা লেপটে থাকে
শহীদ মিনারের গায়ে


জানো তো সূর্য-মূর্তি
কতোটা উত্তপ্ত!  
শুষে নেয় আকাশসম জলধারা


তুমি রামদা দিয়ে পিটিয়ে
প্রতিমা বানাতে পারবে না-
কখনও – মনে রেখো!



৭ই নভেম্বর, ২০১৫