স্ট্যাচু অফ লিবার্টি যেভাবে জগতকে দেখে
সেভাবে ঝুলে আছে প্রপঞ্চ,
আলোকহীন প্রাসাদ শহর
মিশে যেতে চায় সম্ভাবনাময় শূন্যে।


শ্বাসের সংখ্যা স্থির হয়
কুয়াশাছন্ন নরম কাঁচের ভেতর,
হৃদস্পন্দিত জীবন বেয়ে ওঠে শুকনো গোবর থেকে
সেটাও একদিন মিশে যাবে বিস্তৃত মহাকালে...।


মৃত্যুরও আবার জন্ম হয়
হাড্ডিসার মানুষ দেবতাতুল্য হয়
হিসেবের আনাচে-কানাচে বেড়ে ওঠা গোলক ধাঁধায়,  
অন্ধকারে জেগে থাকা জ্বলজ্বলে চোখে অপলক আকাশপানে তাকিয়ে
সে কথা বলে যায় ...।


১৬ই নভেম্বর, ২০১৫