আমাকে রবাহুত করে ছাড়বে এই যত্নে গড়া পরিত্যক্তশহর
যেখানে হিংসার দাপটে রক্ত ঝরে সম্পর্কের সীমান্তে, বাকী থাকে শুধু বিষাক্ত তীর
যেটিও মানুষ মানুষকে ঢুকিয়ে দিতো নিতম্বের নরম মালভূমিতে যদি পারতো!
সবাই বাঁচে না, যারা বাঁচে তারা ভুলে যায় কিভাবে বেঁচে ছিলো এতদিন এই মরাডোবায়।


আমাদের সামনে মানবতা নেচে বেড়ায়, আমরাও নাচি
আমাদের সামনে জমকালো উৎসবের নৃত্যশিল্পীরাও নাচে
আমরা ভীত হয়ে সবই এড়িয়ে চলি – অসম্ভাবাময় ভবিষ্যতের তীরে
জানি রক্তাত্ব আকাশের ক্যানভাস জুড়ে একদিন বৃষ্টি নামবে
অর্থহীন উন্মাদনায়!


১৬ই নভেম্বর, ২০১৫