হয়তো পাহাড়ে যাবো একদিন
মিশে যাবো সবুজ পাহাড়ের গাড় বৃক্ষের মতন
স্নেহ বঞ্চিত বৃক্ষের সারা গায়ে হাত বুলিয়ে দেবো
তারপর নির্জীব একটি পবিত্র রাত কাটুক একসাথে


মানব থেকে অতিমানব হবো সাঙ্গুর হিমশীতল জলধারায়
পাহাড়কে বুকে জড়াবো হৃদয়ের অরণ্য ভেবে
হেঁটে চলবো গিরিপথে অনাদিকাল
মৃত্যুর পরেও তুমি আমাকে দেখবে –
পাহাড়ের গায়ে ঠাই দাঁড়িয়ে থাকা রেইনট্রির মতন
যদি তুমি বুঝতে পারো আবার সেই চিরহরিৎ মানুষটিকে।


২২শে নভেম্বর, ২০১৫